সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ সংযুক্ত আরব- আমিরাত প্রবাসী সংগঠক, সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের পিতা বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের বাসিন্দা মাহমুদ আলী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃ. রাজিইন)। শনিবার ভোর সাড়ে ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ মেয়ে সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় নিদনপুর কমিউনিটি স্কুল প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হবে।

এদিকে প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি শিব্বির আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা,পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, লেখক ও গবেষক মোঃ ফয়জুর রহমান, যুক্তরাজ্যস্থ সংহতি পরিষদের সভাপতি ফারুক আহমদ রনি, দৈনিক সমকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আজিজুল পারভেজ, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বৃটেন প্রবাসী সাংবাদিক ও লেখক ফারুক যোশী, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ছড়াকার লোকমান আহমদ আপন, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, মানবকণ্ঠ প্রতিনিধি এমসিন উদ্দিন,এশিয়ান টিভি প্রতিনিধি সুফিয়ান আহমদ,সকালের খবর প্রতিনিধি শিপার আহমদ,সিলেট সুরমা প্রতিনিধি মোহাম্মদ জসিমসহ দুবাই সাহিত্য সংহতি, মুকুল পরিবারসহ দেশ- বিদেশের শিক্ষা, শিল্প- সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক- সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: