মোঃ কামরুজ্জামান,ফ্রান্স : ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বাংলাদেশী পরিবার মানবেতর জীবন যাপন করেছেন। শুধু মানবেতর নয়, পরিবারটির ছোট্ট একটি শিশু সহ শেষ আশ্রয়ের মাথা গুঁজার ঠায় পর্যন্ত নাই। 

মাথা গোঁজার আশ্রয়ের সব প্র্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিবারটি আজ প্যারিসের মেট্রো ষ্টেশনে অবস্থান করছেন।বিষয়টি ফেসবুকের মাধ্যমে কমিউনিটির নজরে এলেও এখন পর্যন্ত পরিবারটির কোন আশ্রয়ের ব্যবস্থা ব্যবস্থা হয় নাই। অনেকে আক্ষেপ করে বলেন ফ্রান্সে বাংলাদেশী বিভিন্ন সংগঠন মানবসেবার নামে বিভিন্ন সভা করে মানবতার ফুলঝুরি উড়িয়ে দিচ্ছেন, কিন্তু এই পরিবারটির বিপদে এখন পর্যন্ত কেউ এগিয়ে আসে নাই।বলা বাহুল্য শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপেই এক শ্রেণীর ব্যক্তিরা কাগজ ছাড়া ব্যক্তিদের ভিন্ন চোখে দেখে থাকেন। মোঃ নূরের ফেসবুকের সট্যাটাসটি পাঠকদের সামনে তুলে ধরা হল : প্যারিসের মানবতার ফেরিওয়ালা এবং কমিউনিটি নেতারা কোথায় আছেন ? ফ্রান্সে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস , সংগঠন আর নেতার ও অভাব নাই , শুধু ভালো কাজের অভাব। বাংলাদেশের একটি হিন্দু পরিবার,ছোট একটি শিশু সহ গত এক সপ্তাহের অধিক সময় হোমলেস ,কোথাও একটু থাকার জায়গা না পেয়ে প্যারিসের গার সেইন্ট ল্যাজার মেট্রো স্টেশনের ভিতর ঘুমাইতেছে। আপনারা কি কেউ কোনো খবর রাখেন ? গত কাল থেকে একটা রুম ম্যানেজ করার জন্য চেষ্টা হচ্ছে ,এখনো পর্যন্ত ম্যানেজ হয় নাই। ওই পরিবার টি প্যারিসের বাহিরে ছিল ,তাদের মামলা শেষ ,ফয়ার থেকে বের করে দেয়া হয়েছে। ৫০ হাজারের বিশাল কমিনিটি থাকতে বাংলাদেশী পরিবার প্যারিসের মেট্রো স্টেশনে ঘুমাচ্ছে , এই লজ্জা কার ? ফ্রান্সের বাংলাদেশী সংগঠন এবং কমিউনিটি ব্যক্তি দের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি ,আপনারা এই মানবিক কাজে এগিয়ে আসবেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: