কাতালোনিয়া
প্রতিনিধি : বাংলাদেশ
ছাএলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সফল যুগ্ম-সম্পাদক,তৃণমুল ছাত্রলীগের আন্দোলন
সংগ্রামের প্রিয় মূখ,বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ,
পরীক্ষিত ও সময়ের সাহসী ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সূফির নিঃর্শত
মুক্তির দাবিতে স্পেন ছাএলীগের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এক
রেস্তোরাঁয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্হিত ছিলেন ছাত্রলীগ নেতা,দিলাল হোসাইন,আব্দুর রকিব শপন,মিলন আহমদ,রনি মিয়া,মারুফ,লাল মিয়া সহ আরো অনেকেই । এসময় ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে বলেনঃ আমরা আজ এই প্রতিবাদ সভা থেকে একটি কথাই বলতে চাই,আমাদের সবার প্রিয় মাসুদ কামাল সূফি ভাই সম্পূর্ণ নির্দোষ, তাকে মিথ্যা বানোয়াট মামলা গ্রেফতার করে কারাভোগ করানো হচ্ছে,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে অবিলম্বে আপোষহীন ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সূফি ভাইয়ের নিঃর্শত মুক্তির জোড়ালো দাবী জানাচ্ছি ।
Post A Comment:
0 comments: