সেলিম
আলম,মাদ্রিদ : সিলেট
দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটির উদ্যোগে মাদ্রিদে বাংলাদেশ
এসোসিয়েশন হল রুমে এক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। গত ২৪
আগষ্ট সংগঠনের
আহবায়ক খালিকুজ্জামান কামালের সভাপতি এবং সদস্য সচিব ছাইফুর রহমান লিটনের পরিচালনায়
অনুষ্টিত সাধারন সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্হিত ছিলেন জালাল আহমেদ,কামরুজ্জামান সুন্দর
, নুর মিয়া সহ মাদ্রিদে বসবাসরত সিলেট ও দক্ষিণ সুরমার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বসন্মতি ক্রমে খালিকুজ্জামান কে সভাপতি সাইফুল ইসলাম
কে সাধারন সম্পাদক এবং আলী আহমেদ কে সাংগঠনিক করে ২১ সদস্য বিশিষ্ট কমিঠী ঘোষনা করা হয়।
একে অন্যের সাথে
পরিচয়,সৌহার্দ বৃদ্দি,স্পেনে নবাগতদের সার্বিক সহযোগিতা এবং বাঙ্গালী কালচার লালন করে
ভবিষ্যৎ প্রজন্ম কে সঠিক দিকনির্দেশনার লক্ষ্যে তাদের এ সংগঠন কাজ করবে বলে জানান বক্তারা ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন আবুল কালাম ,মাজহারুল ইসলাম,সাকির আহমেদ,সুমেল,লালাশাহ,আফজাল হুসেন,জাহিদুল ইসলাম, আব্দুল মুহিত প্রমুখ ।
Post A Comment:
0 comments: