জনপ্রিয় অনলাইন : নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আসামির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. বশির উল্লাহ। পরে বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, লালবাগ ও মতিঝিল থানায় করা মামলায় আসলাম চৌধুরীর জামিন দিয়েছেন আদালত। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ডিএজি মো. বশির।
গত ১৫ জুন নাশকতার এই দুই মামলায় আসলাম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের জানুয়ারি মাসে বিএনপির হরতাল ও অবরোধ চলাকালে এ দুটি মামলা হয়।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে গত ১৫ মে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার আছেন তিনি।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: