ফ্রান্স
: অল ইউরোপিয়ান বাংলাদেশ
এসোসিয়েশন (আয়েবা)’র
উদ্যোগে আগামী ১৯-২০ নভেম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ বা প্রবাসী বাংলাদেশীদের মহামিলন
মেলা সফল করতে এবার সাংগঠনিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আয়েবা মহাসচিব কাজি এনায়েত
উল্লাহ । ১০ থেকে ২৪ আগষ্ট তিনি যুক্তরাষ্ট্রের নাভাডা অঙ্গরাজ্যের লাসভেগাস, ক্যালিফোর্নিয়া
অঙ্গরাজ্য লস এঞ্জেলস, সান ফ্রান্সিস্কো, টেক্সাস অঙ্গরাজ্য ডালাস এবং হিউস্টন শহরের
উচ্চপদস্থ বাংলাদেশী ব্যক্তিবর্গ এবং কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় করবেন । ইতিমধ্যে
সামিটকে সফল ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সহ প্রায় ৭০টি দেশের হাইকমিশনার ও
রাষ্ট্রদূতগন । উল্লেখ্য: বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ
আরও সুনিশ্চিত করতে প্রতি দুই বছর পরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের
মহামিলন ঘটাতে বাংলাদেশ গ্লোবাল সামিট আয়োজন করবে ইউরোপ প্রবাসীদের বৃহত্তম সংগঠন অল
ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) । এলক্ষ্যে আগামী ১৯-২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী
কুয়ালালমপুরে অনুষ্ঠিত হবে প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিট। যেখানে ৬টি মহাদেশে বসবাসরত
হাইপ্রোফাইল বাংলাদেশীরা অংশগ্রহণ করবেন। সামিটে বাংলাদেশে বিদেশীদের বিনিয়োগে উৎসাহিত
করতে ৬টি সেক্টরকে চিহ্নিত করে ৬টি সেমিনারের আয়োজন থাকবে। সেক্টরগুলো হল কৃষি, শিক্ষা,
স্বাস্থ্য, জ্বালানি, খেলাধুলা ও পর্যটন। সম্মেলনের শেষ দিনে থাকবে বাংলাদেশের বিখ্যাত
শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধ্যা ‘বাংলাদেশ
নাইট’ ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: