মৌলভীবাজার
: গত ২৩ মার্চ ২০১৬ইং
তারিখে মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের সৌদি প্রবাসী
সাদ মিয়ার ছেলে শিবলু মিয়া মৃতদেহ শিকলে বাধা অবস্থায় মনু নদী থেকে উদ্ধার করা হয়।
এই গঠনাকে কেন্দ করে মৃত শিবলু মিয়ার চাচা নাজিম উদ্দিন বাদী হয়ে মৌলভীবাজার জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের ৩জনকে আসামী ও ২/৩ জনকে অজ্ঞাত রেখে হত্যা মামলা
দায়ের করেছেন!! আসামীরা হলেনঃ টেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামের ১। জমির আলী (৪৮) ২।
মশাঈদ মিয়া (৪২) ও ৩। জমসেদ আলী (৫০) এই হত্যাকান্ডে কেন্দ করা মামলার আসামী জমির আলীর
পরিবারের দাবী জমির মিয়া সমপূর্ণ নির্দোষ, এই হত্যার সাথে তিনি কোনো ভাবেই জড়িত নয়,
মৃত শিবলু মিয়া বাবা ও চাচার সাথে তাদের পুরোনো দিনের বিবাদ ছিল, তার জের ধরেই হিংসা
পরায়ণ হয়ে জমির আলীর উপর প্রতিশোধ নিতেই থাকে মিথ্যা মামলার আসামী করা হয়েছে! স্থানীয়
এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন বাদী ও বিবাদীর মধ্যে পুরোনো দিনের বিবাদ ছিলো,
আর তার জের ধরেই বিত্তিহীন মামলার আসামী করা হয়েছে জমির আলী সাহেবকে! এই বিত্তিহীন,
বানোয়াট মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেংরা ইউ/পি চেয়ারম্যান টিপু
খাঁন, টেংরা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি ধন মিয়া, ময়না মিয়া এবং জমির মিয়ার নিঃর্শত মুক্তি
ও প্রকৃত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজার দাবী করেন স্থানীয় এলাকার সচেতন
নাগরিক বৃন্দ।

Jonoprio
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.
জেলা সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: