বাহার উদ্দিন বকুলঃ জেদ্দা,সৌদি আরব : গত ৬ আগষ্ট রাতে জেদ্দার হোটেল হলিডে ইন্টারন্যাশনালে চট্টগ্রাম বিল্ডার্স ইনভেসমেন্ট ডেবলপমেন্ট প্রাঃ লিঃ এর উদ্যোগে বার্ষিকআলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কোম্পানির চেয়ারম্যান হাজী মিজানুর রহমান মিজান।মোবারক হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ। প্রধান বক্তা, কোম্পানির ম্যানেজিং  ডাইরেক্টর হাজী মোঃ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তৈয়ব, আব্দুল হান্নান, জসিম উদ্দিন, জাবেদ হোসেন, আতাউর রহমান, মোঃ সুমন, রাসেদ আহ্মেদ, রমজান আলী,নুরুল আলম, সাদেক হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা প্রবাসীরা এখানে নিজেদের পয়সা জমিয়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করছি। আমরা চাই এভাবে প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ করে দেশের রেমিটেন্স এর ভুমিকা রখবেন।

কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা ২০০৭ সাল থেকে হাটি হাটি পা পা করে এপর্যন্ত আসতে পেরেছি, তা কম খুশি ও গরবের কথা নয়। 

আমদের লক্ষ ও উদ্দ্যশ্য একটাই, দেশের সার্থে এবং সাধারন প্রবাসিরা যাতে আমাদের এখানে বিনিয়োগ করে উপকৃত হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: