জনপ্রিয় অনলাইন ডেস্ক: সম্প্রতি রাশিয়ার
রাজধানী মস্কোর কাছে একটি ট্রাফিক পুলিশ ফাঁড়িতে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী
গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার কয়েক সপ্তাহ পর ওই হামলা
হয়।
আইএস পরিচালিত বার্তা সংস্থা ‘আমাক’ বৃহস্পতিবার এ দায় স্বীকার করে
জানায়, তাদের সদস্যরা মস্কোর বালাশিখা এলাকায় রুশ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে।
বুধবার দুই সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও কুড়াল নিয়ে ওই ফাঁড়িতে
হামলা চালায়। রাশিয়া বলেছে, হামলাকারীদের দু’জনই নিহত হয়েছে।
সন্ত্রাসীদের হামলায় রাশিয়ার অন্তত দুই পুলিশ আহত হয়। এর
মধ্যে একজনের অবস্থা গুরুতর। রুশ গণমাধ্যম বলছে, সন্ত্রাসীরা দু’জনই চেচেন বংশোদ্ভূত নাগরিক।
Post A Comment:
0 comments: