অনলাইন : প্রথমবারের মত টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। আফগান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে।


মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫-৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেছেন, এইটি হবে বাংলাদেশ ও আফগানস্তানের মধ্যকার প্রথম সিরিজ। আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে একটি আনন্দদায়ক ক্রিকেট উপহার দিতে চাই। তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশ একটি উপযুক্ত স্থান।


আফগানস্তান ক্রিকেট বোর্ডের সিইও শফিক স্তানিকজাই বলেছেন, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে কৃতজ্ঞ আমাদেরকে আমন্ত্রন জানানোর জন্য এবং আমরা অনেক আন্তর্জাতিক খেলার জন্য যথাসম্ভব দৃঢ়প্রতিজ্ঞ। আমরা শিখব ও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ভালো ক্রিকেট উপহার দিব। বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার ১ম ম্যাচটি ২৫ সেপ্টেম্বর, ২য় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর ও ৩য় ম্যাচটি ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: