রনি মোহাম্মদ,পর্তুগাল
প্রতিনিধি :
পর্তুগালের রাজধানীর
লিসবনের, লিসবন শিল্পী গোষ্টী সংগঠনের পক্ষ থেকে বার্ষিক বনভোজন’২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮.৩০ যাএা করে বনভোজন উদ্দেশ্যে শহর থেকে দূরে পর্তুগালের
প্রাচীন ও প্রথম রাজধানী মনোমুগ্ধকর বিস্তৃর্ণ সমুদ্র ও পর্যটন শহর পর্তোর সিটি পর্কে।
দিনভর নানা ধরনের বিনোদন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় সংগঠনের বনভোজন।
সকাল ৮টায় লিসবন থেকে পর্তোর উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়া ৩টি
বাসে আনন্দভ্রমন দিয়ে শুরু হয় বনভোজনের অনুষ্ঠান।
যাত্রা পথে ছিল কৌতুক, ইসলমী সংগীত
আর নানা ধরনের গানের আয়োজন। বনভোজনস্থলে পৌঁছে উপস্থিত অতিথিদের জন্য পরিবেশন করা দেশীয়
মধ্যাহ্নভোজ খাবার।
তারপর শুরু হয় বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানমালা। দেশীয় বাদ্যযন্ত্রে
স্থানীয় শিল্পীদের গান, ক্রিড়া প্রতিযোগিতা, বিনোদনমূলক অনুষ্ঠানসহ ছিল নানা আয়োজন।
এছাড়া সবশেষ ছিল রেফেল ড্র সহ আকর্ষণীয় পুরষ্কার সহ বিশেষ
সম্মাননা পুরষ্কার।
বনভোজনে উপস্থিত ছিলেন ইসলামীক ফোরাম অফ ইউরোপ পর্তুগালের
সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিশিষ্ট ব্যাবসায়ি সোলেমান মিয়া,পর্তো বিএনপি নেতা কাজল
আহমদ,
পর্তো ব্যাবসায়ী আলীম আহমেদ, লিসবন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যাবস্থাপনা পরিচালক
মিজানুর রহমান, সহকারি ব্যাবস্থাপনা পরিচালক মাহবুব সুয়েদ, ব্যাবসায়ি আব্দুস সাত্তার,
সম্রাট, নবিউল হক, মোশারফ হোসেন প্রমুখ।
Post A Comment:
0 comments: