নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ দ্রুত সরকারিকরণের দাবিতে কলেজ গেইটের সম্মুখস্থ বিশ্বনাথ-সিলেট সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার সকালে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানান, বিশ্বনাথ উপজেলার উচ্চ শিক্ষার হার ও উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বনাথ ডিগ্রি কলেজ সরকারিকরণ করা এখন সময়ের দাবি। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের প্রাণের এ দাবি দ্রুত পূরণ করা প্রয়োজন। আর এদাবি যত দ্রুত বাস্তবায়ন হবে, তত দ্রুতই বিশ্বনাথের শিক্ষার উন্নয়ন শুরু হবে। বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শীতল বৈদ্যের সভাপতিত্বে ও শাহ বোরহান আহমদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের প্রাক্তন ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সদস্য অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য তারেক আহমদ খজির, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, জুয়েল আহমদ, আলম খান, হৃদয় আহমদ, আবদুর রব, রাজু মিয়া, আব্দুস সালাম জুনেদ, মাহবুব আহমদ, মিয়াদ আহমদ, রাকু মালাকার, সোহান মিয়া, কবির আহমদ, পারভেজ আহমদ, আশরাফ উদ্দিন, মাছুম আহমদ, ইমন আহমদ, অজয় বৈদ্য, মুক্তা রাণী বৈদ্য, তাহমিনা বেগম, তামান্না বেগম, রোকসানা বেগম। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাহজাহান, ইমরান আহমদ সুমন প্রমুখসহ কলেজের সর্বস্থরের শিক্ষার্থীরা।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: