সেলিম আলম ,মাদ্রিদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়
কমিটিতে ইউ কে প্রবাসী মাহিদুর রহমান কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব প্রবাসী
আহমেদ আলী মুকিম কে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় শুভেচ্ছা জানিয়ে এক আলোচনা
সভা করেছে জাতীয়তাবাদী ফোরাম স্পেন শাখা ।
গত ২২ আগষ্ট মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের আহবায়ক ছানুর মিয়া ছাদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিফার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুহেল আহমেদ সামসু ।
গত ২২ আগষ্ট মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের আহবায়ক ছানুর মিয়া ছাদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিফার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুহেল আহমেদ সামসু ।
স্পেন বিএনপি সহ বহির্বিশ্বে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত
করতে ত্যাগী নেতৃবৃন্দ
কে সঠিক মূল্যায়ন করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান বক্তা আবু জাফর রাসেল, আকাশ
ফাহমিদ এর সুভেচ্ছা বক্তব্য এবং ইসলাম উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন সাইফুল আলম, হুমায়ুন কবির রিগ্যান, ছায়াদ মিয়া, মাহবুব আলম,জাকির
চৌধুরী, আসাদ খান, খিজির আহমেদ, রাহেল চোধুরী,ফজির আলী নাদিম সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন বাকশালী সরকারের মোকাবিলা করতে ইলিয়াছ
আলীর মতো সাহসী নেতাকে আমাদের খুবই প্রয়োজন । তারা দালাল মুক্ত বিএনপি গড়তে তৃন মুল
পর্যায়ে যতাযত মূল্যায়নের মাধ্যমে বহির্বিশ্বে পদবী বন্টনের ও আহবান জানান।
Post A Comment:
0 comments: