সেলিম আলম,ডেনমার্ক থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ডেনমার্ক আওয়ামীলীগ ।
গত ২৭
আগষ্ট কোপেনহেগেনের একটি হলে রাফায়েতুল হক মিটুর সভাপতিত্বে এবং মাহবুবুল হকের
পরিচালনায় দিবসটি পালিত হয়েছে । ডেনমার্ক আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান তার
বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারন কারী সকলকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মত
করে দেশ কে ভালবেসে ডেনমার্ক সহ বর্হিবিশ্বে এক হয়ে কাজ করতে হবে ।
ঐক্যের আহবান
জানিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইউরোপ আওয়ামীলীগের
সভাপতি শ্রী অনীল দাশ গুপ্ত,মোস্তফা মজুমদার,নাসির
উদ্দিন সরকার,লিংকন মোল্লা,সাব্বির
আহমেদ, তাইবুর ভুঁইয়া,জাহিদ বাবু,নিজাম উদ্দিন,খুকন মজুমদার,মোহাম্মেদ শহিদ,নাইম বাবু,লিমেন,বুরহান,সামী
প্রমুখ।
বক্তারা বলেন স্বাধীনতা বিরোধী যুদ্ধা অপরাধীরা জাতির অবিসংবাদিত নেতা
শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করেও আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে
পারেনি,জাতিকে উজ্জিবিত করে দেশকে এগিয়ে নিতে আল্লাহ বাচিয়ে রেখেছেন তার
সূযোগ্য দু'কন্যা মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ
রেহেনাকে,দেশ আজ এগিয়ে যাচ্ছে
তাদের যোগ্য নেতৃত্বে । সভায় বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার
পরিবারের জন্য মাগফেরাত কামনা করা হয়।
Post A Comment:
0 comments: