আবিদ রাহমান,চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের পরিচিত একটি নাম এফ.এ.রিফাত।
কমেডিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে রিফাত।
ছোটবেলা থেকে সে জড়িয়ে পড়ে সাংস্কৃতিক
অঙ্গনে। সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার অবাধ বিচরন। কবিতা আবৃত্তি, লেখালিখি, বির্তক
চর্চা, অভিনয়, ছবি আঁকা সহ বিনোদন জগতে রয়েছে তার পদাচরনা। তবে রিফাতকে এবার দেখা যাবে
ভিন্ন রূপে। তিনি এনটিভিতে সম্প্রচারিত বাংলাদেশের সাড়া জাগানো জনপ্রিয় কমেডি রিয়েলিটি
শো হা-Show সিজন4 এ চিটাগাং কমেডি ক্লাবের পার্রফমার হিসেবে স্ট্যান্ড আপ কমেডি পার্রফম
করবেন।এই লক্ষ্যে তিনি এখন ঢাকা বিএফডিসিতে শুটিং নিয়ে ব্যাস্ত আছেন। যা আগস্ট মাসের
ছয় তারিখ থেকে প্রচারিত হবে এনটিভিতে। রিফাত জনপ্রিয়২৪ডটকমকে জানান, তার এই সাফল্যের
পেছনে চিটাগাং কমেডি ক্লাবের অবদান সবচেয়ে বেশি। তিনি চিটাগাং কমেডি ক্লাবের পরিচালক
এবং এনটিভি হা-শো সিজন ২ এর পারফর্মার "সাদেকুর রহমান মাসুম"ও চিটাগাং কমেডি
ক্লাবের স্বপ্নদ্রষ্টা মীরাক্কেল৯ এর রানার্স আপ " কমর উদ্দিন আরমান" এর
প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সাদেকুর
রহমান মাসুমের উপস্থাপনা, আশিকুর রহমানের পরিকল্পনা ও গ্রন্থনায় কমেডি শো "হাসির
জোয়ার ভাটা ও হাসির ফোয়ারা" তে কাজ করছেন।
Post A Comment:
0 comments: