রনি মোহাম্মদ(লিসবন,পর্তুগাল): পর্তুগাল আওয়ামীলীগ সহ সভাপতি এবং বরিশাল কমিউনিটি অব পর্তুগালের সিনিয়ার নেতা এমএ খালেকের আরোগ্য কামনায় গত ২৩শে জুলাই পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালি অধ্যুষিত রুয়া দা বেনফোরমোসর শাহজালাল রেস্টুরেন্টে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেলোয়ার হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, উপদেষ্ঠামন্ডলীর সদস্য লেহাজ উদ্দিন,
মিয়া মাহবুব, বাদশা মিয়া, সহসভাপতি রেজাউল করিম, সিনিয়ার নেতা আবুল কালাম আজাদ, যুগ্মু সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস ,পারভেজ খান, প্রচার সম্পাদক মজিবুর রহমান মোল্লা, বিল্লাল রেজা, নজরুল ইসলাম সুমন, আইয়ুব আলী খান, রনী হোসাইন, মোঃ স্বপন সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীগন।


গত ১৯শে জুলাই নিজ বাস ভবনে পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি এম এ খালেক ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে লিসবনের শান্তা মারতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএ খালেকের আশু রোগ মুক্তি কামনায়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লিসবন বায়তুল মোকারম জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আবু সাইদ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: