ফ্রান্স প্রতিনিধি : লা কর্ণব ইয়ং স্টার এসোসিয়েশন ফ্রান্সের
ঈদ পুনর্মিলনী ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।রোববার দিনব্যাপী প্যারিসের অদূরে সাগর
আর পাহাড়ে আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয়নাভিরাম এত্রেতাতে এ ঈদ পুনর্মিলনী
ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়।
গত ১৪ জুলাই সকাল ৮টায় লা কর্ণব মেট্রো গার থেকে ৫২জনের সদস্য নিয়ে
বাসে করে যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতেই দোয়া দরূদ পরে মোনাজাত করা হয়। এরপর সংগঠনের
সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে ওসহ সভাপতি আশরাফ উদ্দিন ছুটনের পরিচালনায় আনন্দ যাত্রার
প্রাক্কালে পরিচয় করিয়ে দেয়া হয় ঈদ পুনর্মিলনী ও সমুদ্র ভ্রমণের প্রধান অতিথি প্যারিস-বাংলা
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পূর্ব সিলেট ডট কমের প্রধান সম্পাদক মিজানুর রহমান মিজান,বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ
সমিতি ফ্রান্সের যোগাযোগ বিষয়ক সম্পাদক পারুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ
সম্পাদক ইসলাম উদ্দিন , সহ সাধারণ সম্পাদক জামিল হোসেন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,সহ
সাংগঠনিক সম্পাদক সাতিব উদ্দিন,কোষাধ্যক্ষ জাবেদ ইসলাম,সহ কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন,প্রচার
সম্পাদক আসিফ ইফতেখার,সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,সাংস্মৃতিক সম্পাদক ইমরান হোসেন,
সহ সাংস্মৃতিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। বাস যাত্রায় এ সময় সবাইকে রং রস দিয়ে মাতিয়ে
রাখেন ও কৌতুক,গান পরিবেশন করেন সারোয়ার হোসেন। বেলা ২ টায় যাত্রা বিরতি ও নাস্তা শেষে
বহুল আকাঙ্খিত এত্রেতাতের সমুদ্র দর্শনে সকলে বের হয়। সমুদ্রের বেলা ভূমিতে বিভিন্ন
প্রতিযোগিতা শেষে সমুদ্র স্নান করে সবাই। পরে সমুদ্র ঘেরা নয়নাভিরাম পাহাড় পরিদর্শন
শেষে প্যারিস অভিমুখে যাত্রা শুরু হয়। পথিমধ্যে বিকেলের নাস্তা শেষে বিভিন্ন প্রতিযোগিতায়
বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় সবাইকে
ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও সভাপতি
শরীফ উদ্দিন।
Post A Comment:
0 comments: