প্রতিনিধি: বিএনপির সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা ও গ্রেপ্তারি
পরোয়ানা জারির প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্দ্যেগে বুধবার দুপুর
২ঘটিকার সময় বিশ্বনাথ উপজেলা বিএনপির' কার্যালয়ে কলেজ
ছাত্রদল নেতা আলম খাঁনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুস সালাম জুনেদ এর
সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাবেক
রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতেই ও তারেক
রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় শংকিত হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানের বিরুদ্ধে ৭ বছরের সাজার রায় দিয়েছে! তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ
হয়ে অবৈধ সেনা সমর্থিত সরকার এবং শেখ হাসিনার মহাজোট সরকার তাঁর বিরুদ্ধে সীমাহীন
অপপ্রচারের পাশাপাশি কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। অনেক চেষ্টা করেও তারেক রহমানের
বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন মামলায় তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি সরকার। একটিতেও
তার বিরুদ্ধে প্রমান হাজির করতে না পেরে হীন উদ্দেশ্যমূলক ভাবে এই মামলায় তাকে
দন্ডাদেশ দেওয়া হয়েছে। অভিলম্ভে এই আদেশ প্রত্যাহারের দাবি এবং বিএনপির কেন্দ্রীয়
সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাকর্মীকে অভিলম্ভে নিজ নিজ
পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জোরদাবি জানান নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জসিম আহমদ। এছাড়া
সভায় নেতৃবৃন্দ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের প্রাক্তন
আহ্বায়ক, বিএনপির নেতা শামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন ও কলেজ ছাত্রদল নেতা শাহ
নিজাম সহ নেতা কর্মীর উপর সদ্য দায়কৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উক্ত
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজ
ছাত্রদল নেতা জুবেল আহমদ, শাহ টিপু, দিলোয়ার আহমদ, সাজ্জাদুর রহমান, দিলাল আহমদ, আজাদ মিয়া, এমরান আহমদ, রাসেল শাহ, আনহার মিয়া, গোলাম কামরান, নাজিম উদ্দিন, মন্জুর আলম, পপলু , রাসেল আলী, আব্দুল্লাহ,
জায়েদ মিয়া, ফয়সল আহমদ, ইসমাইল, হোসেন আহমদ প্রমূখ।
Post A Comment:
0 comments: