সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ “জঙ্গীবাদ রুখে দাড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজার পৌরশহরে এক
মানববন্ধন ও পথসভা করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
রোববার দুপুরে পৌরশহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত এই মানববন্ধন ও পথসভায় সকল শ্রেণির
পেশার মানুষ অংশগ্রহণ করে দেশ থেকে জঙ্গিবাদ দূর করার অঙ্গীকার করেন। এসময় বক্তারা
বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন
করে না। সন্ত্রাসী ও জঙ্গিরা বিভিন্ন লেবাসে মানুষ হত্যা করছে, এরা ইসলাম ও মানবতার
শত্রু। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত এমানববন্ধনে
উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল
কাদির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল
ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।
Post A Comment:
0 comments: