সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিশ্ববরেণ্য আলেম, জমিয়তে
উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুহিউদ্দিন খাঁনের
স্মরণে এক আলোচনা সভা,
দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ
বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দক্ষিণ বিয়ানীবাজারস্থ সিটি গেইট চাইনিজ
রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম
বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
হাবিবুর
রাহমান ও হাফিয আব্দুল্লাহর যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তারা আল্লামা খানের
জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ আল্লামা খানকে জমিয়তের প্রাণপুরুষ
উল্লেখ করে বলেন -তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জমিয়ত একটি সংগঠিত দলে রূপ নেয়। তিনি ছিলেন
সীরাত সাহিত্যের জনক। ইসলামী সাহিত্যে তাঁর অবদান চিরদিন অম্লান হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন আল্লামা খানের মৃত্যুতে বিশ্বের ইসলামী নেতৃত্বে যে শূণ্যতা সৃষ্টি
হয়েছে, তা পুরণ হবার নয়। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের প্রতিকৃত ছিলেন বলেও তাঁরা
উল্লেখ করেন।
সভায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, উপজেলা
জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসআদুদ্দিন আল মাহমুদ. সিলেট জেলা জমিয়তের সহ-
সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক কাসেমি,বড়লেখা উপজেলা জমিয়তের নির্বাহী
সভাপতি মাওলানা রমিজুদ্দীন,
বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির
আহমদ, উপজেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাও.ফখরুদ্দিন সাদিক, যুবনেতা
এমাদ উদ্দীন,মাওলানা রায়হান আহমদ,
দৈনিক সিলেটের ডাক বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আজাদ, শ্যামল
সিলেট ও এশিয়ান টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, সাপ্তাহিক
আগামি প্রজন্ম পত্রিকা বিঞ্জাপন ম্যানেজার আবুল হাসান, মাওলানা
আব্দুল করিম,হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিয মারুফুল হাসান, সাংগঠনিক
সম্পাদক সাহেদ আহমদ,
অর্থ সম্পাদক সুহেল
আহমদ,অফিস সম্পাদক আবু বকর,
পৌর সহ-সেক্রেটারি শরিফুল হাসান, সাংগঠনিক
সম্পাদক মন্জুর আহমদ,সহ- সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,মাদরাসা বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, প্রচার
সম্পাদক সুলতান হোসাইন,এম এ হাসান,হা.শাহিদ আহমদ.মাও জিয়া. কিবরিয়া,তারেক জুবের,কামরুল,তোফায়েল.
গালমান,শিপনসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ। ইফতার পূর্ব বিশেষ মুনাজাত করেন আল্লামা
শায়খ জিয়া উদ্দীন।
Post A Comment:
0 comments: