সিলেটের কানাইঘাট উপজেলার ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী হারুন মিয়া এক
সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন।
তিনি প্যারিসে অবস্থানকালে U E
F A euro 2016 France এর খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখবেন। এছাড়া
বিভিন্ন ব্যাবসায়ী, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও
সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।তিনি প্যারিসে অবস্হিত বিশ্ব বিখ্যাত দর্শনীয় স্হাপনা
ও স্হান সমুহ পরিদর্শন করবেন। হারুন মিয়া কানাইঘাটের
গাছবাড়ী এলাকার গোয়ালজুর গ্রামের অধিবাসী, বিশিষ্ট
মুরব্বী মরহুম হাজী আবরু মিয়া (আবু হাজী) - এর নাতি এবং ঝিংগাবাড়ী ইউনিয়নের
মেম্বার মামুন রশীদ বাবুল মিয়ার বড় ভাই। তিনি মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের
সাথেও সম্পৃক্ত রয়েছেন।
ইতিমধ্যে তিনি ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকা সহ অনেক দেশ
ভ্রমন করেছেন। প্যারিসে তার সাথে 0033753942180 এই নম্বরে যোগাযোগ করা যাবে।
Post A Comment:
0 comments: