মোঃ কামরুজ্জামান,ফ্রান্স : ফ্রান্সের উত্তরাঞ্চলের নরম্যান্ডি
অঞ্চলের সেইন্ট ইথিনি-দু-রোউভারি নামে একটি গির্জায় হামলা চালিয়েছে দুই জন অস্ত্রধারী।
এ সময় গির্জাতে একজন যাজক, দুইজন নারী ধর্মপ্রচারক ছাড়াও জিম্মিদের মধ্যে গির্জা যাতায়াতকারী
আরো কয়েকজন রয়েছেন। জিম্মি করার পর দুই অস্ত্রধারী এবং এক জিম্মি মারা গেছে বলে জানিয়েছে
পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগেই এক জিম্মিকে ধারালো অস্ত্র
দিয়ে হত্যা করে জিম্মিকারীরা। ফ্রান্সের থ্রি টেলিভিশন জানিয়েছে, গির্জার ভেতরে গুলির
শব্দ শোনা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির নিরাপত্তা বাহিনী ও জরুরি
সেবা বিভাগের সদস্যরা । ঘটনাস্থলের গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং আশপাশে কাউকে
যেতে দেওয়া হচ্ছে না। তবে কি কারণে তাদের জিম্মি করা হয়েছিল, সে ব্যাপারে এখনও নিশ্চিত
নয় পুলিশ। ঘটনার পরেই গোটা ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে । ঘটনা সম্পর্কে
বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী
বারনার্দ ক্যাজেনভ।
Post A Comment:
0 comments: