ফ্রান্স প্রতিনিধি : প্যারিসে
বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন মোল্লাপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ
সমিতি ফ্রান্সের উদ্যেগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুন গার দো নর্দের
প্যারিজিয়ান রেষ্টুরেন্টে প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক;ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে এ ইফতার ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনোন উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ
সম্পাদক মহি উদ্দিন সবুজের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে জবরুল ইসলাম লিটন,শুভ্রত শুভ,সারোয়ার হোসেন টিপু,পারভেজ উদ্দিন,জামাল উদ্দিন।
বক্তব্য
রাখেন,সুমন আহমদ,আবু বক্কর খাইরুল,সাইফ শাওন,রাসেল আহমদ,অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উনিয়ন ফ্রান্সের
প্রেসিডেন্ট এম এ মান্নান আজাদ। এসময় রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায়
বক্তারা বলেন, আল্লাহ্ তাআলা এ মাসটিকে স্বীয় ওহি সহিফা ও
আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন। সুতরাং এ মাসে বেশি বেশি আমল করা সব
মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া
অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হাজী আলকাস উদ্দিন।
Post A Comment:
0 comments: