অনলাইন ডেস্ক: বলিউডের বহুপ্রতীক্ষিত ছবি আশিকি থ্রি-এর নায়ক-নায়িকা কে হবেন, তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। এই তালিকায় ছিলেন হৃতিক রোশন, কঙ্গনা রনৌত ও সোনম কাপুর। গত মাসে বলা হলো সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট মূল দুটি চরিত্রে অভিনয় করবেন। কিন্তু এখন আলিয়া বলছেন ভিন্ন কথা। বলছেন, এই ছবিতে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

এক মাস আগে সিদ্ধার্থই খবরটা জানিয়েছিলেন। বলেছিলেন, আশিকি থ্রি-এর মাধ্যমে বড় পর্দায় আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছেন তিনি ও আলিয়া। এমনকি ছবির প্রযোজক মুকেশ ভাটও বলেছিলেন, সিদ্ধার্থ ও আলিয়াকে আমরা এই ছবির জন্য চুক্তিবদ্ধ করেছি। আমরা যথার্থ নায়ক-নায়িকার খোঁজে ছিলাম। আমার মনে হয়, তাঁরা এই ছবির জন্য পুরোপুরি মানানসই।

সব যখন ঠিকঠাক, তখন আলিয়ার আবার কী হলো? হাইওয়ে তারকা আলিয়ার ভাষ্য, এটা সত্যি, আমি আর সিদ্ধার্থ এই ছবির ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলাম। কিন্তু সবে ছবিটির চিত্রনাট্য লেখা হচ্ছে। আমি এই ছবিতে থাকছি কি না, সে বিষয়ে চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত কিছুই বলতে পারছি না।
সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট এর আগে
স্টুডেন্ট অব দ্য ইয়ার কাপুর অ্যান্ড সন্স ছবিতে অভিনয় করেছেন। বলিউডে তাঁদের প্রেম নিয়ে আছে জোর গুঞ্জন। মিড ডে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: