জনপ্রিয়
ডেস্ক : এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা
মামলায় দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর
পুলিশ কমিশনার ইকবাল বাহার।
এই দুইজন হচ্ছেন ওয়াসিম ও আনোয়ার। প্রেস
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, ওয়াসিম নিজে মিতুকে গুলি করেছেন এবং আনোয়ার
ঘটনাস্থলে সহায়তা করার জন্য ছিলেন। রবিবার বিকেলে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে
জানানো হয়, এই দুই জনের জবানবন্দি রেকর্ড করতে আদালতে
পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটা ছিল
একটা টার্গেট কিলিং। সিএমপি কমিশনার নিশ্চিত করেন যে ওয়াসিম ও আনোয়ার রাঙ্গুনিয়ার
উপজেলার বাসিন্দা এবং পেশাদার অপরাধী। চলতি মাসের ৫ তারিখ
মাহমুদা খানম মিতু নিজের সন্তানকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে কয়েকজন দুর্বৃত্তের
হামলায় নিহত হন। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে যে তিনজন তাকে ছুরিকাঘাত ও গুলি করে
মোটরসাইকেলে করে পালিয়ে যায়। সিএমপি জানিয়েছে, সিসিটিভির ফুটেজের তিনজনকেই আটক করা
সক্ষম হয়েছে।
তার স্বামী এসপির বাবুল আক্তার
বেশ কয়েকটি জঙ্গিবিরোধী সফল অভিযান করেছেন।
Post A Comment:
0 comments: