অনলাইন ডেস্ক : কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক খন্দকার আলী মহসিন এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুল হককে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। 

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার এক বিবৃতিতে বলেন, সরকার দেশকে রাজনীতিশূন্য করে একদলীয় স্বৈরশাসন চালানোর যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে পুলিশ নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বিনা দোষেই তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পবিত্র রমযান মাসে তাদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে অহেতুক কষ্ট দেয়া হচ্ছে। সরকারের এহেন স্বৈরাচারী আচরণে দেশবাসী বিক্ষুব্ধ। গ্রেফতার করে বন্দী রেখে কখনো ইসলামী আন্দোলন দমন করা যায় না। সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। একইসাথে তিনি গ্রেফথারকৃত অধ্যাপক খন্দকার আলী মহসিনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: