ঢাকা: ব্রিটিশ এমপি সায়মন ডানসাক বলেছেন, গণতন্ত্র, সংবাদপত্রের
স্বাধীনতা এবং সুশীল সমাজের মুক্তকণ্ঠ এসব কিছুই সংকুচিত হয়ে পড়ায় বাংলাদেশে জঙ্গিবাদের
উত্থান ঘটছে। এ অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বলে আশংকা
করেছেন ব্রিটিশ এমপি সায়মন । মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতির ওপর
একটি মোশন এনে তিনি এ ব্যাপারে তার দেশের হস্তক্ষেপ কামনা করে বলেন, অন্যথায় বাংলাদেশে
অরাজক পরিস্থিতির প্রভাব ব্রিটেনের ওপর পড়বে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে শুনানি
অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিন্সটার হলে।
সায়মন ডানসাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সাংবাদিকরা গ্রেফতার হচ্ছে, বিরোধীদলের নেতা-কর্মীদের উপর চলছে নির্মম নির্যাতন- নিপীড়ন, জঙ্গি হামলায় খুন হচ্ছে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ। এমপি সায়মন আরো অভিযোগ করে বলেন, জঙ্গি দমনে সরকারের অনিচ্ছার পাশাপাশি বিরোধী দলের উপর জঙ্গি হামলার দায় চাপিয়ে এটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা আরো উদ্বেগজনক। এই অবস্থায় তিনি বাংলাদেশকে দেয়া ব্রিটেনের সামরিক ও বাণিজ্যিক সহায়তাগুলো পর্যালোচনা করার আহবান জানিয়ে বলেন, এটি দেখার বিষয় ব্রিটেনের সার্বিক সহায়তা শেখ হাসিনার সরকার বিরোধী মতকে নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করছেন কিনা।
Post A Comment:
0 comments: