রনি মোহাম্মদ,(পোর্তো,পর্তুগাল): পর্তুগাল এবং বাংলাদেশের ৫০০ বছরের সম্পর্কের উন্নায়নের বর্ষ পূর্তি উপলক্ষে পোর্তো বাংলাদেশ কমিউনিটির সৌজন্যে এক গালা ডিনার পাটি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 পোর্তো বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজলের পরিচালনায় ডিনার পাটিতে উপস্তিত ছিলেন পর্তুগালের সাবেক মন্ত্রী বর্তমান ক্ষমতাসীন দলের পোর্তো ডিবিশন সোস্যালিস্ট পাটির প্রেসিডেন্ট সংসদ সদস্য ড.মানুয়েল পিজারো, সংসদ সদস্য ড.টিয়াগো বারবোসা, পোর্তো সিটি সোস্যালিস্ট পাটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড. কারলোস, বনফিম এর সেক্রেটারি ড.আন্টনি বম্বা পাইস, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ খালেদ, দ্বিতীয় সচিব নুর উদ্দিন, পর্তুগালস্ত পোর্তো প্রবাসী বাংলাদেশ কমিউনিটির মামুন হাজারী, মির্জা কামল হারুন, মোঃ জামসেদ, নাজির আহমেদ, তাজুল ইসলম, মোঃ কামাল, মোঃ তৌহিদুল ইসলম, মোঃ রাকীব, মোঃ মোহন।

৫০০ বছরের সম্পর্কের উন্নায়নের বর্ষ পূর্তির ডিনার পাটিতে শাহ আলম কাজল এক শুভেচছা বক্তব্যে পোর্তোয় বাংলাদেশীদের জন্য স্থায়ী শহীদ মিনার নির্মানপর্তুগালে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশীদের বৈধ এবং অভিবাসন প্রক্রিয়া সহজ করন, ঢাকাতে পর্তুগাল দূতবাস খোলা দাবী এবং বর্তমান প্রধানমন্ত্রী ড.আন্টনি কস্তা এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে শুভেচছা সহ পোর্তো বাংলাদেশ কমিউনিটির আয়োজিত বাংলা উৎসবে উপস্তিতর ব্যাপারে নিমন্ত্রণ করা হয়।পরে ড.মানুয়েল পিজারো তার শুভেচছা বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির দাবী গুলোর ব্যাপারে সংসদে আলোচনা ও চলতি বছরের মধ্যে পর্তুগালের পোর্তোয় দ্বিতীয় স্থায়ী শহীদ মিনার নির্মানের ব্যাপারে আশা ব্যাক্ত করেন ও প্রধানমন্ত্রী ড.আন্টনি কস্তার সাথে বাংলা উৎসবে উপস্তিতর ব্যাপারে ও অন্যানো দাবী গুলো নিয়ে আলোচনা করবেন। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: