সেলিম
আলম, মাদ্রিদ : রহমত,বরকত ও মাগফিরাতের সওগাদ নিয়ে আসা মাহে রমজান ই মোসলমানদের জন্য
পরিশোধিত হওয়ার সর্বোত্তম সময় ।
এ মাসেই পবিত্র কোরআন নাজিল হিয়েছে এবং এর আইন
মেনে চলা আমাদের প্রত্যেকেরই উচিৎ । বাংলা টিভি দর্শক ফোরাম
স্পেনের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল
অনুষ্টানে বক্তারা এ কথা বলেন ,গত ১৬ জুন মাদ্রিদের বাংলা টাউন রেষ্টুরেন্টে এ
সভা অনুষ্টিত হয়।
সভায় মসজিদ কমিটির সভাপতি খোরশেদ
আলম মজুমদার,বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, সাংবাদিক মিনহাজুল আলম মামুন,চ্যানাল
আই স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ ,একুশে পত্রিকার সম্পাদক শাহ জামাল,নুরুল আলম,এ কে এম জহির,এনটিভি ইউকে প্রতিনিধি জাফরুল ইসলাম,দুলাল সাফা উপস্থিত
ছিলেন। আবুজাফর রাসেলের পরিচালনায় অনুষ্টিত সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে
বক্তব্য রাখেন ডাক্তার দুলাল,আব্দুল কায়ুম সেলিম,মিজানুর
রহমান বিপ্লব,রিয়াজ উদ্দিন লুতফুর,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সিফার আহমেদ,দিদারুল করিম,আবুল হাসেম মেম্বার,হুমায়ুন কবির রিগ্যান,আবুল হুসেন,এডভোকেট তারেক হাসান সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন বস্থনিষ্ট
সংবাদ পরিবেশনের জন্য প্রশংসার দাবীদার আন্তর্জাতিক মানের এবং ইউরোপের প্রথম বাংলা
চ্যানেল এই বাংলা টিভি স্পেনে বাংলাদেশ কমিউনিটির হৃদয় জয় করে নিয়েছে। তারা এর সকল
কর্মকর্তা বৃন্দ ও সংবাদ কর্মীদের ধন্যবাদ জানান। ইফতার পুর্ববর্তী বিশেষ মোনাজাত
পরিচালনা করেন মোর্শেদ আলম ।
এ সময় সংবাদ কর্মী,সাংবাদিক ও
মিডিয়া ব্যক্তিত্বদের মঙ্গল কামনা করে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
Post A Comment:
0 comments: