অনলাইন ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া
ইউপির সারপার গ্রামের মো. রুকুনুজ্জামানকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে উপজেলার মুড়িয়ার
সীমান্তবর্তী নওয়াগ্রামবাসি।
গত ১৩ই জুন দুপুরে নওয়াগ্রামবাসির পক্ষ থেকে যমুনা ব্যাকের
মাধ্যমে রুকুনুজ্জামানের সুস্থতার জন্য এক লক্ষ সাত হাজার দুইশত সাত (১,০৭,২০৭) টাকা
প্রদান করে।উল্ল্যোখ, বিগত তিন মাসের ও বেশী সময় ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত
হন বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পুর্ব মুড়িয়া সারপার গ্রামের হাফিজ শামছুল
হক (ডোগা হাফিজ)ও হালিমা খানমের কনিষ্ট পুত্র সিলেট এম.সি কলেজের অনার্স শেষ
বর্ষের মেধাবী ছাএ মোঃ রোকনুজ্জামান । ডাক্তারের পরামর্শ মতে তার উন্নত চিকিৎসার
জন্য তাকে বিদেশে নিয়ে ব্লাড সঞ্চালনের জন্য প্রায় ৫০ লক্ষ টাকার ব্যয়-বহুল
অপারেশন প্রয়োজন। সন্তান ও বিপদগ্রস্ত অসুহায় পরিবারের পাশে মানবতার কল্যাণে
সমাজের সর্বস্তরের জনসাধারণের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন
সারপার যুব সংঘ।
বিদ্র: রোকনুজ্জামান কে সাহায্য পাঠানোর ঠিকানা ১) যৌথ একাউন্ট, হালিমা খানম- শাহিন আহমদ) সঞ্চয়ী হিসাব নং- ০০০৭০৩১০০৫৩৯০৫যমুনা ব্যাংক লিঃ বিয়ানীবাজার, সিলেট।
২) বিকাশ নং- ০১৭২৪ - ৯৬৮৩১৩ শাহরিয়ার হোসাইন নাজমুল । প্রয়োজনে, (০১৭৬০-৯১০৯১৫ মারুফ) (০১৮৬২-৯৭৫৬৫৮শাহিন)(০১৭৮১-৬০৬৫৮৪ সাহেদ)
বিদ্র: রোকনুজ্জামান কে সাহায্য পাঠানোর ঠিকানা ১) যৌথ একাউন্ট, হালিমা খানম- শাহিন আহমদ) সঞ্চয়ী হিসাব নং- ০০০৭০৩১০০৫৩৯০৫যমুনা ব্যাংক লিঃ বিয়ানীবাজার, সিলেট।
২) বিকাশ নং- ০১৭২৪ - ৯৬৮৩১৩ শাহরিয়ার হোসাইন নাজমুল । প্রয়োজনে, (০১৭৬০-৯১০৯১৫ মারুফ) (০১৮৬২-৯৭৫৬৫৮শাহিন)(০১৭৮১-৬০৬৫৮৪ সাহেদ)
Post A Comment:
0 comments: