অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে বলে প্রত্যাশা করেছেন সৌদি আরব ইউনিয়নের জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিজ্ঞান সংস্থার সদস্য ড. খালেদ আল-জাক। তিনি বলেন, এ হিসাবে মুসলিম বিশ্বের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে আগামী ৬ জুলাই। 
সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটকে খালেদ আল-জাক বলেন, সৌদি আরবে আগামী তিন বছর গ্রীষ্মকালে রমজান অনুষ্ঠিত হবে। এ সময় তাপমাত্রার পার্থক্যও দেখা যেতে পারে বলে তিনি জানান।  আরব ইউনিয়ন জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিজ্ঞান সংস্থার এই সদস্য বলেন, সৌদি আরবে আগামী ৯ বছর রোজা শীতকালে এবং পরবর্তী ৯ বছর গ্রীষ্মকালে হবে। তিনি বলেন, চলতি বছর রমজানে ইরাক, কুয়েত ও সৌদি আরবের পূর্বাঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: