ইউরোতে গ্রুপ ‘ই’তে আজ সুইডেনের
মুখোমুখি হচ্ছে ইতালি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। আরেক ম্যাচে রাত
দশটায় গ্রুপ ‘ডি’ তে
ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ চেক রিপাবলিক।
প্রথম ম্যাচে শক্তিশালী
বেলজিয়ামকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ইতালিয়ানরা। দ্বিতীয় ম্যাচে তাদের
লক্ষ্য আরেক শক্ত প্রতিপক্ষ সুইডেনকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করা। সুইডেনের
সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে আজ্জুরিরা। ২২ ম্যাচের ১০ টিতেই জিতেছে চারবারের
বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে সুইডেন জিতেছে ৬টিতে। এদিকে প্রথম ম্যাচে রিপাবলিক অব
আয়ারল্যান্ডের সাথে ড্র করায় কিছুটা চাপে রয়েছে ইব্রাহিমোভিচের সুইডেন। এ ম্যাচে
হারলে নক আউটে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে যাবে এরিক হ্যামরেনে শিষ্যদের।
Post A Comment:
0 comments: