সেলিম
আলম,মাদ্রিদ: স্পেনের
মাদ্রিদে বসবাসরত বিক্রমপুর মুন্সীগঞ্জ বাসী মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার
মাহফিল অনুষ্টিত হয়েছে ।
গত ১৩ জুন মাদ্রিস্হ বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররামে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
সংগঠনের এ কে জহিরুল ইসলাম,যুবরাজের তত্বাবদানে এবং মামুন
হাওলাদার এর পরিচালনায় ইফতার পার্টিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষাকরে মানুষের কাছে
হেকমতের সহিত ইসলাম কে উপস্থাপনার গুরুত্ব আরোপ করা হয় ।
আলোচনা
সভায় রাখেন সামসু মিয়া,মিন্টু
,পিয়ার হুসেন,আলমগীর ,হিরক প্রমুখ। বক্তরা বলেন প্রতি বারের ন্যায়
এবছরও রোজাদার মুসল্লীদের ইফতার করানোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে যাচ্ছেন ।
একজন রওজাদারের সমান সোয়াব
ইফতার করানোর মাধ্যমে পাওয়া যায় তাই আমাদের সকলের এই ফজিলত পূর্ন মাসে
আল্লাহ ও রাসুলের বিধান মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদের দান করেন ।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন :
Post A Comment:
0 comments: