ঢাকা: পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যায় আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, দেশে সংঘটিত আলোচিত সব গুপ্তহত্যার সঙ্গেই আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে খালেদা জিয়া বলেন, সাত খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত করলে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া যাবে। এঘটনার সুষ্ঠু তদন্তের পর সঠিকভাবে বিচার হলে শেখ হাসিনা দোষী হবেন বলেও মন্তব্য করে সাবেক এই প্রধানমন্ত্রী।  
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: