আব্দুল
করিম ,প্যারিস,ফ্রান্স : ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি
এসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স এর উদ্যোগে প্যারিসের সেইন্ট জার্মানে সোমবার বিপুল
সংখ্যক প্রবাসি বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইপিবিএ এর সহসভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত
হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান প্রবাসী
বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএ উপদেষ্ঠা এইচ এম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, ইপিবিএ এর সাধারণ সম্পাদক ওসমান হোসাইন মনির, মতিন
মিয়া,সালেহ আহমদ চৌধুরী ,আজহারুল
হক মিন্টু,শামীম মোল্লা,হাবিব
খান। বক্তব্য রাখেন,ওবায়দুল ইসলাম রুহেল,অজয় দাশ,শিরিফ আহমদ সৈকত,ওলিউর রহমান,সাইফুল ইসলাম,রাসেল মিয়া,মাজহারুল ইসলাম,ইফরাজ মিয়া,মাসুক মিয়া, জিসাদ রহমান,খলিলুর রহমান ময়না,ইকবাল মিয়া,লুৎফুর রহমান বাবু,জাকির হোসেন,আবুল কালাম মামুন,শাকিল সরকার,আব্দুস সালাম,মিজানুর রহমান প্রমুখ। এসময় রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায়
বক্তারা বলেন আল্লাহ্ তাআলা এ মাসটিকে স্বীয় ওহি সহিফা ও আসমানি কিতাব নাজিল করার
জন্য মনোনীত করেছেন। সুতরাং এ মাসে বেশি বেশি আমল করা সব মুসলমানদের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Post A Comment:
0 comments: