ঢাকা: পুলিশ শুধু সরকারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকায় জনগণের
নিরাপত্তার কথা ভুলতে বসেছে বলে মন্তব্য করেছেন 'মৌলিক অধিকার সুরক্ষা কমিটির' নেতারা।
কল্পনা চাকমা অপহরণের ২০ বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় তারা এ মন্তব্য করেন।
তারা বলেন, সহিংসতা ও রিমান্ডে নিয়ে পুলিশী নির্যাতনকে আদালতও প্রশ্রয় দিচ্ছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা বাড়ছে। মানুষ ভয় দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
মানবাধিকার নেত্রী শিরিন হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ লিগ্যাল এইড ট্রাস্ট (ব্লাস্ট)'র নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন প্রমুখ।
শাহদীন মালিক বলেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। রিমান্ডের অনুমতি দিয়ে আদালতও আইনশৃংখলা বাহিনীকে প্রশ্রয় দিচ্ছে। অথচ মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব আদালতের।
তিনি বলেন, সহিংসতা বাড়ছে অথচ আদালতে মামলার সংখ্যা কমছে। এ থেকে আদালতেরও বোঝার কথা যে, মানুষ বিচার বিভাগের ওপর আস্থা হারাতে শুরু করেছে। এটি খুবই উদ্বেগের কথা।
শাহদিন মালিক বলেন, শুধু অবকাঠামো কিংবা অর্থনৈতিক উন্নয়ন দিয়ে সমাজে স্থিতিশীলতা নিশ্চিত করা যায় না। বড় প্রমাণ লিবিয়া, ইরাক, সিরিয়া, আলজেরিয়া।
সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে হত্যা,গুম, সহিংসতা আরও বাড়বে- এমন মন্তব্য পরিস্থিতির উত্তরণে জাতীয় সংলাপের দাবি জানান তিনি।
Post A Comment:
0 comments: