মাম হিমু, প্যারিস-ফান্স থেকে : ফ্রান্সে সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

এ লক্ষে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এক দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা । 

মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি মনির খান, মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো, মহিলা নেত্রী শাম্মী আক্তার লিপি, শফিকুল ইসলাম শওকত ,খোরশেদে আলম, মশিউর রহমান, মেহেদি হাসান শুভ,মো :শামীম,হালিম ,শাহআলম,রিপন,ফাতেমা বেগম সহ আরো অনেকে। দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ পরিবারের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের  দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈমাম আহমাদুল ইসলাম । 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: