জনপ্রিয়
অনলাইন : কোপা
আমেরিকার শতবর্ষী টুর্নামেন্ট মাঠে গড়াতে দিন দশেকও বাকি নেই। এমন সময়
আর্জেন্টিনার শিরোপা-স্বপ্নে আতঙ্কের স্রোত বইয়ে দিল লিওনেল মেসির ইনজুরি।
পরশু
হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ১-০ গোলের জয় ছাপিয়ে আলোচনায় তাই সেটিই।
সেই ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর বড় কোনো ট্রফি জেতা হয়নি আর্জেন্টিনার। আগামী
মাসে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তাদের আশা আবর্তিত হচ্ছিল মেসিকে ঘিরে। বার্সেলোনার
হয়ে আরেকটি দুর্দান্ত মৌসুম কাটানোর পর সেই মিশনে যোগ দেন অধিনায়ক। পরশু ছিল
টুর্নামেন্টের আগে ‘আলবিসেলেস্তে’দের একমাত্র প্রস্তুতি ম্যাচ। তাতে গনসালো হিগুয়াইনের ‘ক্রুইফ টার্ন’-এ নেওয়া চোখ
ধাঁধানো এক গোলে জিতেছেও আর্জেন্টিনা। কিন্তু ওই আনন্দ ফিকে হয়ে গেছে মেসির
ইনজুরিতে। ম্যাচের ৫৯তম মিনিটে প্রতিপক্ষের একজনের সঙ্গে বল দখলের লড়াইয়ে ব্যথা
পান তিনি। মাঠে কয়েক মিনিটের চিকিৎসার পর তুলে নিয়ে হয়েছে তাঁকে। ম্যাচ শেষে কোচ
জেরার্দো মার্তিনোর কণ্ঠে ছিল তাই দুশ্চিন্তা, ‘পিঠের নিচের অংশে
খুব বাজেভাবে ব্যথা পেয়েছে লিও। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না।’ পরে
হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে মেসির। কিন্তু এর ফল জানা যায়নি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কোপা
আমেরিকার আরেক প্রস্তুতি ম্যাচে এদিনসন কাভানির জোড়া গোলে উরুগুয়ে ৩-১ ব্যবধানে
হারিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। তবে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
জ্যামাইকা তাদের হারিয়েছে ২-১ গোলে। কোপা আমেরিকার এই শতবর্ষী আসর যুক্তরাষ্ট্রে
শুরু হবে ৩ জুন থেকে। আর ১০ জুন থেকে ফ্রান্সে বসবে ইউরোর আসর। সেই টুর্নামেন্টের
প্রস্তুতিও চলছে পুরোমাত্রায়। অমনই এক ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে
অস্ট্রেলিয়াকে। জাতীয় দলের জার্সিতে অভিষেকে যে ম্যাচের সবটুকু আলো নিজের দিকে
টেনে নিয়েছেন মার্কাস রাশফোর্ড। পরশু ম্যাচ শুরুর ১৩৫ সেকেন্ডের মাথায় গোল করেন ১৮
বছর ২০৮ দিনের এই স্ট্রাইকার। ইংল্যান্ডের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোল করায়
টনি লটনের রেকর্ডটি নিজের করে নেন রাশফোর্ড। ১৯৩৮ সালে ১৯ বছর ১৬ দিনে গোল
করেছিলেন লটন। এ ছাড়া সব মিলিয়ে ওয়েইন রুনি (১৭ বছর ৩১৭ দিন) ও মাইকেল ওয়েনের (১৮
বছর ১৬৪ দিন) পর ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এই ম্যানচেস্টার ইউনাইটেডের
বিস্ময়বালক রাশফোর্ড। ইংল্যান্ডের জয়ে পরশু অন্য গোলটি করেছেন রুনি। এএফপি
Post A Comment:
0 comments: