রনি মোহাম্মদ,(লিসবন,পর্তুগাল) : অগ্রসর
অর্থনীতির ও ইউরোপের অন্য দেশের তুলনায় ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় ইউরোপে
বিভিন্ন দেশের প্রবাসীদের নতুন ঠিকানা হয়ে উঠছে পর্তুগাল। ইউরোজোনের এই দেশ মাঝ
পথের ঋণ সংকট আর অর্থনীতির মন্দা কাটিয়ে ওঠায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন
কর্মসংস্থানের সুযোগও।
যার ফলে একে নতুন সুযোগ হিসেবে দেখছেন শাহ গ্লোবাল ইউকে
এলসিসি স্মোল ওয়ার্ল্ড। পর্তুগালে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সাথে শাহ
গ্লোবালের আলাপচারিার মাঝে খরচ ও মানের বিবেচনায় পর্তুগাল হতে পারে ইউরোপের নতুন
আরেক টি ছোট্ট এক বাংলাদেশ। শাহ গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের যেকোনো বাংকের
একাউন্টে দ্রুত ইনস্ট্যান্ট মানি সার্ভিস ছাড়াও আছে প্রবাস থেকেও যে কোন ব্যাংক
একাউন্টে মাত্র ১০ মিনিটে টাকা পাঠানো সহ অন্যান্য সুযোগ সুবিধা। এ উপলক্ষে
লিসবনের স্থানীয় ''রাধুনী রেষ্টুরেন্টে''শুক্রবার বিকাল ৫ টায় এক প্রেস ব্রিফিং ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম এর বিভিন্ন দিক উপস্তিত বাংলাদেশ ছাড়াও
ভারত, নেপালের প্রবাসীদের মধ্যে তুলে ধরা হয়।
এ সময়
উপস্থিত ছিলেন শাহ গ্লোবাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সিইও জনাব সানাম মিয়া, শাহ গ্লোবালের
কোম্প্লিয়ানস ম্যানেজার তাসমিয়া আক্তার, শাহ গ্লোবাল
পর্তুগালের কান্ট্রি ম্যানেজার আসলাম সরকার, এলসিসি স্মোল
ওয়ার্ল্ড ইউকের রাশেদুল ইসলাম, শাহ গ্লোবাল পর্তুগালের
রিজোনাল ম্যানেজার রনি মোহাম্মদ, শাহ গ্লোবাল পর্তুগালের
কডিনিটোর ম্যানেজার জহুরুল হক।
প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রবাসীদের অতি দ্রুত ,নিরাপদে টাকা পাঠানোর লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
এছাড়াও উপস্তিত ছিলেন বাংলা টিভির পর্তুগালের সাংবাদিক সেলিম উদ্দিন।
Post A Comment:
0 comments: