মোহা:আব্দুল মালেক হিমু,প্যারিস,
ফ্রান্সঃ বাংলাদেশী পোষাক ইউরোপসহ বহির্বিশ্বে
বাজারজাতকরন ও বিপনন উদ্যোগ নিয়ে ইউরোপে প্রথম বারের মতো একটি বাংলাদেশী নামে ব্যবসায়ীক
প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে যাচ্ছে। যার লক্ষ হবে বাংলাদেশী ব্র্যান্ডে বাংলাদেশী
তৈরী পোষাক ইউরোপের বাজারে বাজারজাত করা । এ লক্ষ্য ফ্রান্স সফররত বিজিএমই এ‘র সাবেক সভাপতি আতিকুল
ইসলাম এর সাথে এক মতবিনিময় সভা করেছেন ফ্রান্সের ব্যবসায়ী নেতৃবৃন্দ । শনিবার প্যারিসের
নিউ দিল্লি রেষ্টুরেন্টে বাংলাদেশ বিজনেস কন্সাল্টিং বিবিসি আয়োজনে এ সভায় উপস্থিত
ছিলেন, বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের সভাপতি ও বিবিসির ডিরেক্টর জেনারেল কাজী এনায়েত
উল্লাহ , বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিশিষ্ট চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান
মডান সি ফিসের চেয়ারম্যান কাজি রেজাউল হক ।
বিবিসির ডিরেক্টর জেনারেল কাজী
এনায়েত উল্লাহ বলেন, বিভিন্ন পোষাক বিপনন কারী প্রতিষ্ঠান বাংলাদেশের তৈরী পোষাক তাদের
নিজস্ব নামে বিক্রি করছে, কিন্তু ইউরোপের বিশাল এই বাজারে বাংলাদেশের নিজস্ব নামে কোন
প্রতিষ্ঠান গড়ে উঠে নি। জারা, এইচ এম, সি এন্ড এ, টার্গেট, সিয়ার্স, ক্যারিফোর, জেসি
পেনি, গ্যাপ, লিভাইস, টেসকো বা সিলিও'র মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের আদলে বাংলাদেশের
নিজস্ব ব্র্যান্ডের পোশাক দিয়ে ইউরোপের বাজারে চমকে দিতে চায় বাংলাদেশ বিজনেস কন্সাল্টিং
বিবিসি ।
বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল
ইসলাম বলেন, অতিথে বিশ্ব বাজারে বাংলাদেশের পোষাক শিল্পের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল,
তা কাটিয়ে উঠে বিশ্ব বাজারে বাংলাদেশী তৈরী পোষাকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
ফ্যাশন রাজধানী খ্যাত প্যারিসে অনন্য এই উদ্যোগ অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের । এই উদ্যোগ
ইউরোপের বাজারে বাংলাদেশ কে নতুন করে
পরিচিত করবে। এই উদ্যোগ মাধ্যমে শুধু পোষাক তৈরীতে নয়, নিজস্ব ব্র্যান্ড তৈরীতে বাংলাদেশ পাবে আলাদা একটি পরিচিত।
সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ
বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য্য শুভ,
সহ সভাপতি তাপস বড়ুয়া রিপন, শরিফ আল মোমিন, রজত রায় রাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল
হক স্বপন, মুহিত আহমেদ, বিবিসির লজিস্টিক এক্সিকিউটিভ
কামাল মিয়া, কামরুল ইসলাম, বেলায়েত হোসেন ।
Post A Comment:
0 comments: