অনলাইন : জামায়াতের ইসলামীর
আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে সাক্ষাতের জন্য কেন্দ্রীয় কারাগারে
পৌঁছেছেন তার পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে তারা কারাগারের
গেটে পৌঁছান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায়
রাজধানীর বনানী থেকে তিনটি গাড়িতে কারাগারের পথে রওনা হন মাওলানা নিজামীর পরিবারের
সদস্যরা।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী
শামসুন্নাহার নিজামী,
ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, পুত্রবধূ,
দুই নাতি, মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ আটজন
নিকটাত্মীয় রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে জানা গেছে।
Post A Comment:
0 comments: