সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিনের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃসেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগীতা-২০১৬ এর সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল

১১ ঘটিকায় বিয়ানীবাজারস্থ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে এসমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়। সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়বৃন্দের হাতে পুরষ্কার তুলে দেন, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহম্মেদ, পিবিজিএম (বার), পিএসসি, জি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল।এতে আরো উপস্থিত ছিলেন কর্ণেল জাকির হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, শ্রীমঙ্গল, লেঃ কর্ণেল মোঃ নেয়ামুল কবির, অধিনায়ক, ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ব্যাটালিয়নে উপস্থিত অফিসার, জেসিও এবং সর্বস্তরের সৈনিকবৃন্দ। গত সোমবার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়কের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় বিজিবিতে নতুন প্রবর্তিত এই খেলা। খেলাটি মুলতঃ আত্মরক্ষার্থে মার্শাল আর্ট এর আদলে প্রচলন করা হয়েছে। আয়োজিত এই প্রতিযোগীতায় ৮টি ওজন শ্রেনীতে ৪টি সেক্টরের সর্বমোট ৬২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সমাপনী দিবসে ৪টি সেক্টরের মধ্যে শ্রীমঙ্গল সেক্টর ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং সিলেট সেক্টর ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজিবি ৫২ ব্যাটালিয়ন আয়োজিত এই জাতীয় পর্যায়ে জনপ্রিয়  এখেলায় সিপাহী শ্রী উজ্জল কুমার শ্রেষ্ঠ নবীন এবং সিপাহী মোঃ ময়নাল হোসেন শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় নির্বাচিত হন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: