অনলাইন ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট এনরোলমেন্ট সনদ পরীক্ষায় কৃতিত্বের
সহিত উত্তীর্ণ হয়ছেন মোঃ ফয়সাল মিয়া। যার বার রোল নাম্বার ০৯৫৩৭। মোঃ ফয়সাল মিয়া
১৯৮১
সালের ২১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুলাউড়া
উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ইউপি
সদস্য মোঃ আজাদ মিয়া ও মরহুমা সামছুন নেছার পুত্র। পরিবারের ৭ ভাই-বোনের মধ্যে
তিনি ২য়। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস এস সি, কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে কম্পিউটার ব্যবসায় শাখা থেকে সিলেট বিভাগের
মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে এইচ,এস,সি ,মোদন মোহন কলেজ থেকে ব্যবস্থাপন বিভাগ
থেকে সিলেট বিভাগের মধ্যে সবোর্চ্চ নাম্বার পেয়ে বি,কম
অর্নাস করেন ,তিতুমীর কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এম কম
(মার্ষ্টাস) করেন ,সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে
প্রোফেশনাল ডিগ্রি এম.বি.এ এবং সুনামধন্য ধানমন্ডি ল’ কলেজ থেকে
এল.এল.বি শেষ করেন । ব্যক্তি জীবনে একজন ক্রিকেট প্রেমী। ৩য় আইল’ এ্যাসোসিয়েশন(এ্যাসোসিয়েশন
অফ ওল্ড স্টুডেন্টস অফ ধানমন্ডি ল’ কলেজ)’র সাধারণ সম্পাদকের
দায়িত্ব পালন করে আসছেন ।প্রতাবী গ্রামের সুনামধন্য প্রতাবী ক্রিকেট ক্লাবের
সা.সম্পাদক এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে শুধু প্রতাবী ক্লাব করা হয় ঐ ক্লাবের
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, ইউনাইডেট রয়েলস্ ক্লাবের
প্রতিষ্টাকালীন নির্বাহী সদস্য। বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট লিমিটেড
কোম্পানিতে ডিজিএম’র দায়িত্বে কর্মরত আছেন। মোঃ ফয়সাল মিয়া শৈশব থেকেই লেখালেখি করেন।
মোঃ ফয়সাল মিয়ার পছন্দের রং লাল ও সবুজ এবং ফুল রজনীগন্ধা। খেতে ভালবাসেন ইলিশ মাছ
ও হরেক রকমের সবজি। আর অবসর সময়ে বই পড়তেই পছন্দ করেন। মোঃ ফয়সাল মিয়া বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জীবন রহমান‘র
মেজ ভাই।
Post A Comment:
0 comments: