অনলাইন ডেস্ক : ইউরোর স্পেন দলে জায়গা হয়নি ব্রাজিলকে বাদ দিয়ে স্পেনকে বেছে নেয়া চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হুয়ান মাতা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড ফার্নান্দো তোরেসও।

প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসির হয়ে এবারের লিগের শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি কস্তা। স্পেনের হয়ে ১০ ম্যাচ খেলে একটি গোল করেন ব্রাজিলে জন্ম নেওয়া এই ফুটবলার। মঙ্গলবার ঘোষণা করা ২৫ সদস্যের প্রাথমিক দলে অভিজ্ঞদের মধ্যে আরও নেই বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জাভি মার্টিনেজ, আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাজরোলা।
ডাক পেয়েছেন দুই নতুন মুখ অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার সাউল নিগেস ও রিয়াল মাদ্রিদের উইঙ্গার লুকাস ভাসকেজ।
স্পেনের প্রাথমিক দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (পোর্তো), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও রিকো (সেভিয়া)
ডিফেন্ডার: জর্ডি আলবা, জেরার্ড পিকে, মার্ক বার্ত্রা (বার্সেলোনা), সার্জিও রামোস, দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আসপিলিকুয়েতা (চেলসি), হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), মিকেল সান হোসে (অ্যাথলেটিক বিলবাও), কোকে, সাউল নিগেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), সেস্ক ফ্যাব্রিগাস (চেলসি), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), ইসকো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল)

ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেস (চেলসি), আলভারো মোরাতা (জুভেন্টাস), আরিৎস আদুরিস (অ্যাথলেটিক বিলবাও) নোলিতো (সেল্টা ভিগো), লুকাস ভাসকেজ (রিয়াল মাদ্রিদ)।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: