অনলাইন :
ইরানের সিনিয়র সাংসদ
আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন আদালতে ৯০টি নতুন মামলার মোকাবেলায়
ইরানি আদালতে ওয়াশিংটনের বিরুদ্ধে ১৯০টিরও বেশি মামলা দায়ের করা যায়। ইরান এইসব মার্কিন
শত্রুতার জবাব দেয়ার দেয়ার জন্য নানা মাধ্যম ও উপকরণ জড়ো করছে বলেও তিনি জানান।গত কয়েক
দশকে মার্কিন শত্রুতার কারণে ইরানের যেসব নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মার্কিন
সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন ইরানি সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির
এই সাবেক কর্মকর্তা।১৯৫৩ সালে ইরানের জনপ্রিয় জাতীয়তাবাদী সরকার মোসাদ্দেকের বিরুদ্ধে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালিত সামরিক অভ্যুত্থানসহ ১৯৭৯ সালের পর থেকে মার্কিন
শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমেরিকার বিরুদ্ধে মামলা করতে বলেছেন বোরুজেরদি।
১৯৫৩ সালের ওই অভ্যুত্থানে সিআইএ’র
জড়িত থাকার কথা স্বীকার করেছে আমেরিকা। ওই অভ্যুত্থানের ফলে আরও ২৬ বছর ধরে ইরানের
ক্ষমতায় ছিল মার্কিনপন্থী স্বৈরশাসক শাহ।ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে সাদ্দামকে অস্ত্র
ও অর্থসহ সব ধরনের সহায়তা দেয়া, ইরানের ইসলামী সরকার-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও
একই ধরনের সহায়তা দেয়া এবং ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা ও ইরানের শান্তিপূর্ণ
পরমাণু তৎপরতায় বাধা দেয়া ইসলামী বিপ্লবী এই দেশটিতে মার্কিন অবৈধ হস্তক্ষেপ এবং ধ্বংসাত্মক
তৎপরতার কিছু দৃষ্টান্ত।১৯৮৩ সালে বৈরুতে হস্তক্ষেপকামী মার্কিন সেনাদের ওপর লেবাননী
সংগ্রামীদের হামলার ঘটনায় ইরানকে দায়ী করে গত মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ওই হামলায়
ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের নামে আটক ইরানি সম্পদ থেকে ২০০ কোটি ডলার তুলে নেয়ার
রায় দিয়েছে। নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় আটক ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ থেকে ওই
অর্থ তুলে নেয়ার মার্কিন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইরান।
ইরান ওই হামলায় তার কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ মার্কিন এই পদক্ষেপকে মহাসড়কে চালানো ডাকাতি
বলে নিন্দা জানিয়েছেন এবং এইসব অর্থ আদায় করে নেয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন।
সুত্র :ইরান/বা/নি ।
Post A Comment:
0 comments: