অনলাইন ডেস্ক : পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে আবারো তলব
করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর
মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা
পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) আপিল বিভাগে
খারিজ হয়ে যাওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ জানানোর
পরিপ্রেক্ষিতে দেশটির হাইকমিশনারকে তলব করা হয়। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ
ব্যাপারে নাক গলানোর কড়া প্রতিবাদ জানানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিভিন্ন সময়ে
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ফাঁসিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার
পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের হাইকমিশনারকে এর আগে বেশ কয়েকবার
তলব-পাল্টা তলব করেছে। বিষয়টি পরস্পরের হাইকমিশনের কর্মকর্তা প্রত্যাহারে চাপ
সৃষ্টি, এমনকি হাইকমিশন স্টাফকে অপহরন-পাল্টা অপহরণ পর্যন্ত
গড়িয়েছিল। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান বাংলাদেশ
সরকারের পক্ষ থেকে সুজা আলমকে ডেকে পাঠান। পাকিস্তান হাইকমিশনারের হাতে প্রতিবাদ
পত্র তুলে দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মিজানুর রহমান বলেন, পাকিস্তানী হাই কমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানান হয়েছে। বলা
হয়েছে, তাদের বক্তব্য অগ্রহণযোগ্য। গত শুক্রবার পাকিস্তান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের
সুপ্রিম কোর্টে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়
পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়ায় বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও মনোবেদনার সাথে
লক্ষ্য করলাম। পাকিস্তান ১৯৭১ সালের ঘটনাগুলো পরবর্তী সময়ে স্বাক্ষরিত ত্রিপক্ষীয়
চুক্তির চেতনায় দেখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছে।
Post A Comment:
0 comments: