অনলাইন : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন,
পাকিস্তান ৭১ সালে যেভাবে পরাজিত হয়েছে, তাতেও ওদের লজ্জা হয়নি। নৌমন্ত্রী শিক্ষার্থীদের
বিজ্ঞানমনষ্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ জনগণের
জীবনযাত্রা সহজ করে দিয়েছে। তাই বিজ্ঞানকে আমাদের জীবনের অংশ হিসেবে নিতে হবে। মন্ত্রী
আজ মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী সপ্তম বিজ্ঞানমেলা উদ্বোধনকালে প্রধান
অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং
বডির সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপি। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন,
গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ। শাজাহান খান বলেন, পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের
বিজ্ঞান নিয়ে গবেষণা করা উচিত। বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে তাদেরকে অবশ্যই বিজ্ঞানমনষ্ক
হতে হবে। বিজ্ঞান মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন,
তোমরা দেখেছ একটি রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়া পেট্রলবোমা মারার নির্দেশ
দিয়ে পুলিশ, রিকশাওয়ালা, বাসের ড্রাইভার হেলপারসহ ছোট ছোট ছেলেমেয়েদের হত্যা করেছে।
তিনি বলেন, পকিস্তানের জামায়াতে ইসলাম যুদ্ধাপরাধী নিজামীর জন্য মায়াকান্না করছে। ওদের
কত বড় স্পর্ধা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। '৭১ সালে যেভাবে তারা
পরাজিত হয়েছে, তাতেও ওদের লজ্জা হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: