জনপ্রিয়
অনলাইন : বাংলাদেশ
সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বুধবার
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠক
চলে সাড়ে ১১টা পর্যন্ত। আজ সকাল ৮টায় তিনদিনের সফরে ঢাকায় আসেন নিশা দেশাই বিসওয়াল।
এই সফরে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে ঢাকা-ওয়াশিংটনের
সহযোগিতাবিষয়ক আলোচনাকে গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রের ধারণা,
সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্ত মতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস
কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন মার্কিন এই
কূটনীতিক। নিরাপত্তা ইস্যুতে তিনি বাংলাদেশকে চাপ দেবেন বলেও ধারণা করা হচ্ছে। এর আগে
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এসেছিলেন নিশা দেশাই। সে সময় তিনি প্রধানমন্ত্রী
শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার
প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দুই দফা ঢাকায় আসেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: