জনপ্রিয় অনলাইন ডেস্ক : নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন। ২০১৫ সালে নাশকতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আজ ৭টি মামলায় আদালত তাকে জামিন দেন, আর ৬টি মামলায় জামিন নামঞ্জুর করেন। এদিন তিনজন বিচারকের আদালতে মামলাগুলোর শুনানি হয়। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে পল্টন থানার ৩ মামলায় জামিন দেন। আর ৪ মামলায় জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে মতিঝিল থানায় দায়ের করা আরেকটি মামলায় রফিকুলের জামিন নামঞ্জুর করেন একই আদালত। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত মিরপুর থানায় দায়ের ২ মামলায় রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেন। এ ছাড়া ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় রফিকুল ইসলাম মিয়াকে জামিন দেন।

ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পল্লবী থানায় দায়ের করা এক রফিকুলকে জামিন ও অন্য এক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: