আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স : অল ইউরোপিয়ান
আওয়ামীলীগের সভাপতি অনিল দাশ গুপ্ত কর্তৃক ফ্রান্স আওয়ামীলীগের প্রবীন
নেতৃবৃন্দদেরকে নিয়ে মিথ্যাচার ও অবজ্ঞাপূর্ন বক্তব্যে প্রতিবাদে প্রতিবাদ সভা
করেছে ফ্রান্স আওয়ামীলীগ।
রোববার বিকেলে প্যারিসের লা কর্ণবের একটি হলে এ প্রতিবাদ
সভা অনুষ্ঠিত হয়। ফলে গত ৮মের সম্মেলনকে ঘিরে ফ্রান্স আওয়ামীলীগে যে ক্ষোভের
সৃষ্টি হয়েছিল তা এখন প্রতিবাদে রুপ নিয়েছে । ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি
মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তযোদ্ধা মোঃ
আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , ফ্রান্স
আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি নাজিম
উদ্দিন আহমেদ , ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন
সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এম এ কাশেম , সাবেক সাধারন
সম্পাদক সোহরাব মৃর্ধা , প্রতিষ্ঠাতা সহ-সভাপতি নজরুল
ইসলাম সাধু ,সহ-সভাপতি কামরুল হোসেন বকুল , সহ-সভাপতি সাহেদ আলী, জাকির হোসেন ভূইয়া ,
যুগ্ম-সম্পাদক মজিবর রহমান,জৈষ্ঠ্য
সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকবাল হাসেমী , ফ্রান্স ছাত্রলীগের
সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রনি , ফ্রান্স আওয়ামী লীগের
উপদেষ্টা কমিটির সদস্য মশিউর রহমান কামাল , সম্মেলন
প্রস্তুতি কমিটির সদস্য রানা চৌধুরী ,সহ-প্রচার সম্পাদক
নজরুল ইসলাম চৌধুরী , স্বাস্থ্য সম্পাদক জহিরুল ইসলাম
বিপ্লব ,কার্যকরী সদস্য সাইফুল ইসলাম দুলাল , কামাল হোসাইন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,অনিল দাস গুপ্ত ফ্রান্সের সিনিয়র নেতৃবৃন্দকে রাজনীতি থেকে বিতাড়নের
নীল নকশায় নেমেছেন । দুঃখজনকভাবে রাত সাড়ে ৩ টায় নেতা-কর্মীদের দাবী উপেক্ষা করে
তথাকথিত কমিটি ঘোষণা করে যান ।এখন আবার বলেন যারা এই কমিটি না মানে তারা যেন দল
ছেড়ে চলে যান , এ যেন চোরের মায়ের বড় গলা । বক্তারা বলেন,
ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারন সম্পাদক
এম এ গনি মনে হয় আগে থেকে দু জন ব্যক্তিকে পদে বসাতে ফ্রান্সে এসেছিলেন তা নাহলে
ফ্রান্স আওয়ামী লীগ কমিটিকে পাশ কাটিয়ে গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে এমন একটি
সিদ্ধান্ত নিতে পারতেন না । তারা বলেন, নেত্রী যেখানে
বলেন আমার হাইব্রীড আওয়ামী লীগারদের প্রয়োজন নেই পুরাতনরাই আমার দলের প্রাণ ।
সেখানে অনিল দাশ গুপ্ত আমাদের মত পুরাতনদের রাজনীতি থেকে বাদ দিয়ে ইউরোপে আওয়ামী
লীগ কে নেতৃত্ব শূন্য করতে চান । কিন্তু আমরা তা হতে দিবো না । বক্তারা আরো বলেন,
আমরা সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি ,নিজেদের জীবন যৌবন বিসর্জন দিয়ে যারা ফ্রান্স আওয়ামী লীগ কে আজকের এই
অবস্থায় এনেছি তাদের কে অনিল দাশ বলেন দল ছেড়ে চলে যেতে , তা মেনে নেওয়া যায় না বরং তার উচিত দল ছেড়ে চলে যাওয়ার । তারা বলেন,আজ ইউরোপের দেশে দেশে আওয়ামী লীগের বিশৃঙ্খলা জন্য দায়ী অনিল দাশ গুপ্ত
। অনিল দাশ গুপ্ত তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ইউরোপের প্রতিটি দেশে তাকে
প্রতিহত করা হবে । অনিল দাশ জুনিয়ারদের ও সিনিয়র মধ্যে কোন্দল সৃষ্টি করে ফ্রান্স
আওয়ামী লীগ কে দুর্বল করতে চান । কিন্তু আমরা তা হতে দিবো না আমরা আজ ঐক্যবদ্ধ ।
Post A Comment:
0 comments: